নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় নগদ ৩০ লাখ ও ২০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রী আফরোজার বিরুদ্ধে। তাঁর সন্ধান চেয়ে গতকাল মঙ্গলবার রাতে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর বাবা আব্দুল প্রামানিক।
ওই প্রবাসী উপজেলার বিপ্রবেলঘরিয়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে। তিনি মালয়েশিয়ায় থাকেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, মাজেদুল ইসলামের সঙ্গে ২০ বছর আগে আফরোজার বিয়ে হয়। সংসারে সচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে মাজেদুল ৭ বছর আগে মালয়েশিয়া যান। মালয়েশিয়া থেকে মাজেদুল প্রতি মাসে স্ত্রীর নামে টাকা পাঠাতেন। গত ৭ বছরে ব্যাংকের মাধ্যমে নগদ ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণের গহনা পাঠান। কিন্তু গত ২৭ অক্টোবর আফরোজা কাউকে কিছু না জানিয়ে বন্ধুর সঙ্গে স্বামীর পাঠানো সমস্ত টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রযুক্তি ব্যবহার করে সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে।