যেসব দলের ভোটার বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচন চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩২
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

যেসব রাজনৈতিক দলের ভোটারের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচনব্যবস্থার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। যাঁদের ভোটের সংখ্যা বেশি নয়। তাঁরা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কিসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে?’

বিএনপির এই নেতা বলেন, ‘যে সংস্কারের কথা বলছেন, এখানে তো তাহলে সংস্কার হবে না। একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে, এখন সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে। তাহলে তো কেনাবেচা আরও শুরু হবে। এই কারণে দু-একটি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে। তারা তাদের লাভটা দেখছে। কিন্তু দলের এবং নিজের জনপ্রিয়তা মিলেই তো নির্বাচিত হন। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে এটার প্রচলন আছে। কিন্তু তারাও এটা বাতিল করার কথা ভাবছে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে জন-আকাঙ্ক্ষার মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূস সাহেবকে। তিনি একজন গুণী মানুষ। কিন্তু আমাদের বক্তব্য একটি, জন-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য অ্যাজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না।’

রিজভী বলেন, ‘এখনো চালের দাম কমেনি; চিনি, আলুর দাম কমেনি। আলুর মৌসুমে আমাদের তিন-চার টাকা দরে আলু বিক্রি হতো। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি।’

রিজভী আরও বলেন, ‘রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর কে ছিলেন জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হলো ভারত। হাসিনার সব অপরাধ, গুম, খুন, হত্যাকে তারা সমর্থন দিয়েছে। এই দুষ্কর্মে তারা সাথি হয়েছে। দানব নিষ্ঠুর সরকার, একজন মহিলা ফেরাউন দেশকে শাসন করেছে। আর কোনো রাষ্ট্র তাকে সমর্থন দেয়নি। পার্শ্ববর্তী দেশ সমর্থন দিয়েছে। দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে শেখ হাসিনা, অন্য যেসব অপরাধ করেছে, তার প্রত্যেকটির সঙ্গে ভারতের ইন্ধন ছিল।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন ওলামা দলের রাজশাহী জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খান।

থামেনি হুন্ডি মুকুলের মাটি লুট, অসহায় এলাকাবাসী

বগুড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি ৯ ঘণ্টা পর স্থগিত

দীর্ঘদিন পর এলাকায় কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্থানীয় বিএনপিতে বিভেদ