হোম > সারা দেশ > নাটোর

লাঠির আঘাতে সহোদরকে হত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাজদার রহমান (৫৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাক (৬০) ও তাঁর ছেলে মুর্শেদকে (৩০) থানায় নিয়েছে পুলিশ।

নিহত কৃষক সাজদার রহমান ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক দুজনই ওই গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে। 

নিহতের স্ত্রী মতিজান বেগম (৪০) বলেন, তার স্বামী সাজদার রহমানের সঙ্গে পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে তাঁর ভাইদের মধ্যে কয়ে কমাস ধরেই বিবাদ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে মহল্লার মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সাজদার রহমানের সঙ্গে ভাই ও ভাতিজাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আব্দুর রাজ্জাক তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সাজদার রহমান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমতাজুল হাসান শিমুল বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাজদার রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। শরীরে কোনো জখম পাওয়া যায়নি। 

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের