হোম > সারা দেশ > জয়পুরহাট

অরক্ষিত লেভেল ক্রসিং, বাইকে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রবাসী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে হলহলিয়া রেলসেতুর পূর্ব দিকের রাস্তায় মোটরসাইকেলে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমার ওরফে মুকুল (২৮) উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। স্বজনদের সঙ্গে ঈদ করতে দেড় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান মোটরসাইকেলে আজ সকালে তাঁর খালার বাড়ি গণিপুর গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ওই মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে হলহলিয়া রেলসেতুর পূর্ব দিকের রাস্তা পারাপারের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর মোটরসাইকেলটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আটকে ছিল। ট্রেনটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে যাওয়ার পর প্ল্যাটফর্মের কিনারায় ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন থেকে মোটরসাইকেলটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। 

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি রেলসেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শব্দ শুনতে পাই। পরে দেখি একজন ব্যক্তি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। গ্রামীণ সড়ক হওয়ায় লেভেল ক্রসিংটি অরক্ষিত। এখানে ব্যারিকেড না থাকায় বোঝার উপায় নেই কখন ট্রেন আসছে। রেললাইন পার হওয়ার সময় তিনি দুই পাশে না দেখেই রেললাইনের ওপরে উঠে গিয়েছিলেন। ঠিক ওই সময় ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়।’

নিহতের খালা নাইচ আক্তার বলেন, ‘বাবা (মিজানুর) আজ সকালে আমার বাড়িতে এসে ঈদের বাজার দিয়েছে। বাড়ি যাওয়ার সময় বাবা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে।’ 

নিহতের বড় ভাই আব্দুল লতিফ বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। সে প্রায় দেড় মাস আগে আমাদের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসেছিল। আমরা তার বিয়ের জন্য পাত্রী খোঁজ করছিলাম। খালার বাড়িতে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে ধাক্কায় মিজানুরের মৃত্যু হয়েছে।’

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া ব্রিজের পূর্ব পাশে সড়কে মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার