নাটোর: রাজশাহীর নাটোরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। মৃত দিলীপ কুমার চক্রবর্তী (৬২) ও রমজান আলী (৯০) নামের ওই দুই ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মধ্যে দিলীপ কুমার চক্রবর্তীকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের দেওয়া সিংড়া ও নাটোর পৌরসভায় সাত দিনের বিশেষ লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মানাতে সকাল থেকেই দুই পৌর শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা পৌরসভা এলাকায় জারিকৃত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ মনিটরিং করতে সকাল ৭টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় উপস্থিত হন। সেখান থেকে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ ছাড়া একই সময়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজও শহর মনিটরিংয়ে বের হন।