হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ডিসি বাংলোর মাঠে মাটি খুঁড়ে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের বিপুল ব্যালট

নাটোর প্রতিনিধি 

উদ্ধার করা ব্যালট পেপার। ছবি: সংগৃহীত

নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শতাধিক বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে এসব ব্যালট পেপার উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এসব ব্যালটের অধিকাংশই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নাটোর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার শহরের দক্ষিণ কান্দিভিটুয়ার নাটোরের জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোসংলগ্ন তালাবঘাট থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তালাবঘাটে আরও অস্ত্র আছে কি না, খুঁজতে আজ শনিবার সকালে আবারও ঘাটে ডুবুরি নামিয়ে তল্লাশি করে পুলিশ। ঘাটের অদূরেই জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে সম্প্রতি খোঁড়া ভরাট গর্ত দেখতে পান উপস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থার নাটোর কার্যালয়ের সদস্যরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানকার মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করে। এর মধ্যে কিছু ব্যালটে সিল মারা ছিল।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম খবর পেয়ে পুরোনো ডিসি বাংলোতে যান। এ সময় মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

উদ্ধার করা ব্যালট পেপার। ছবি: সংগৃহীত

এনডিসি রাশেদুল ইসলাম বলেন, উদ্ধার ব্যালট পেপারগুলো গত দ্বাদশ সংসদ নির্বাচনের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ছয় মাস পর্যন্ত এসব ব্যালট পেপার ট্রেজারিতে জমা থাকে। পরবর্তী সময়ে কোনো মামলা-মোকদ্দমা না হলে ব্যালট পেপারগুলো ধ্বংস বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরোনো ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে ব্যালট ও কিছু নির্বাচনী সরঞ্জাম রাখা হয়। কিন্তু কে বা কারা এসব ব্যালট পেপার সেই গুদাম থেকে বের করে মাটিতে পুঁতে রাখে।

পরিত্যক্ত বাংলোতে কোনো পাহারার ব্যবস্থা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে এনডিসি রাশেদুল বলেন, সেখানে একজন নাইটগার্ড আছেন। কিন্তু তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গতকাল ডিসি বাংলোর পাশের পুকুর থেকে উদ্ধার ছয়টি আগ্নেয়াস্ত্রের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে এনডিসি বলেন, অস্ত্র উদ্ধারের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখতে হবে।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে