হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার তিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

আহত অটোরিকশা চালক সাইফুল ইসলামকে (৬০) সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাসপাড়া মহল্লায়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের মো. জিয়া (২২) সাইদুল ইসলাম (২১) ও একই গ্রামের এক কিশোর (১৭)। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে সাইফুল ইসলামের অটোরিকশা ১০০ টাকা ভাড়া চুক্তি করে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নিয়ে যায় ওই তিন যুবক। সেখানে অটোরিকশা চালককে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রাস্তার পাশে ড্রেনে ফেলে রাখে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

ওসি আরও জানান, আজ সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় টহল পুলিশ ওই তিন যুবকের গতিবিধি সন্দেহ হলে ছিনতাই করা অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা চালকে আহত অবস্থায় হাসপাতালে পায় পুলিশ। এ ঘটনায় দস্যুতার ও অটোরিকশা চালকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন কিশোরকে গাজিপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে