হোম > সারা দেশ > রাজশাহী

শরীরে পেট্রোল ঢেলে আগুন, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শরীরে পেট্রোল ঢেলে মো. রাফি (২৪) নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

রাফি নগরীর হেতেমখাঁ এলাকার মো. বাবলুর ছেলে। তাঁর মা রামেক হাসপাতালের একজন আয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন রাফি। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তা দেখে দ্রুত রাফিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দু-এক পরেই তাঁর মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন। 

রাফির মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে রাফির নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কি না, তা জানি না। খোঁজ নিতে হবে।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি