রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত ২০২৪-২৫ অর্থবছরে চলমান গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতিবিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই সেমিনারের আয়োজন করা হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে ৭৩ জন প্রকল্প পরিচালক ২০২৪-২৫ অর্থবছরে তাঁদের চলমান গবেষণা প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. মো. রবিউল ইসলাম।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. তারিফ উদ্দীন আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. মো. রোকনুজ্জামান এবং ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. মো. আব্দুল কাদের জিলানী।