Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শজিমেক হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

শজিমেক হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যু

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফজলার রহমান (৮৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত ফজলুর বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন। 

ওই ২৪ ঘণ্টায় ২৬৪টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মারা যান ৮১১ জন। এই তালিকায় শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

এ ছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩২, মো. আলী হাসপাতালে ১৮, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন। 

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭