Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বেড়েছে। তাতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

টানা পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে কাজীপুর পয়েন্টে ৯৩ ও শহর রক্ষা বাঁধ এলাকায় ৯০ সেন্টিমিটার পানি বেড়েছে। তাতে নদীর তীরবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। যমুনা নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান বলেন, টানা পাঁচ দিন যমুনা নদীর কাজীপুর ও সদরে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর কাজীপুরে ১৪ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৯ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩২ সেন্টিমিটার, ৮ অক্টোবর ৯ সেন্টিমিটার এবং আজ বুধবার ৯ সেন্টিমিটার পানি বেড়েছে।

একই সময়ে ৫ অক্টোবর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩৩ সেন্টিমিটার, ৮ অক্টোবর ১৪ সেন্টিমিটার এবং আজ ৯ অক্টোবর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

হাসানুজ্জামান আরও বলেন, পানি বাড়লেও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে বিপৎসীমার ২১৩ এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। কাল-পরশু থেকে পানি কমতে শুরু করবে।

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে জিম্মি, হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

ধর্ষণচেষ্টার বিচার হলো গ্রাম্য সালিসে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার