হোম > সারা দেশ > রাজশাহী

বঙ্গবন্ধু ও সাঈদীর জানাজার তুলনা করা ছবি শেয়ার করায় রুয়েট কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় মানুষের উপস্থিতি তুলনা করে ছবি ফেসবুকে শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম মো. মিলনুর রশিদ। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা।

সাঈদীর মৃত্যুর পর মিলনুর রশিদ তাঁর জানাজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ছবির সঙ্গে জাতির পিতার ওপর নির্মিত একটি চলচ্চিত্র থেকে তাঁর জানাজায় মানুষের উপস্থিতির একটি ছবিও জুড়ে দেন। দুই ছবিতে জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা তুলনা করা হয়। মিলনুর রশিদ এই কোলাজ ছবি প্রকাশ করেন।

এ নিয়ে দেখা দেয় সমালোচনা। গতকাল সোমবার বিষয়টি নজরে আসার পর বিক্ষোভও করে রুয়েট ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়। পাশাপাশি স্পর্শকাতর বিষয় সামাজিকমাধ্যমে শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য রুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য সতর্কতা জারি করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মুরতুজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পর্শকাতর বিষয় শেয়ার করায় উদ্ভূত পরিস্থিতির কারণে এবং তদন্ত কমিটির তদন্তের স্বার্থে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক আদেশে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে কথা বলতে মিলনুর রশিদের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার