চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি।
ডলার মিয়া উপজেলার পাকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘সকালে যাত্রী বোঝায় ছোট একটি নৌকায় ডালিমসহ ৭-৮ জন যাত্রী পাকার চর এলাকা থেকে বোগলাউড়ি ঘাটে আসছিলেন।
এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডালিম। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরি দল অভিযান সমাপ্ত করেছে। বৃহস্পতিবার আবারও তল্লাশি চালানো হবে।’