হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান, ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জে ৩ উপজেলার ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু। 

জরিমানা করা ইটভাটাগুলো হলো রায়গঞ্জের মেসার্স এলিনা ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস, তাড়াশের মেসার্স নাবিলা ব্রিকস ও মেসার্স মাইশা ব্রিকস এবং উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিকস, সরকার অ্যান্ড কং আশা ব্রিকস, সরকার অ্যান্ড কং হার্ট ব্রিকস ও মেসার্স রানীনগর ব্রিকস। 

এর মধ্যে রুহি ব্রিকস ও সুপার ব্রিকসকে সাড়ে চার লাখ টাকা করে ও বাকি সাত ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। 

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল গফুর বলেন, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মেনে ভাটা পরিচালনায় মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভাটার মালিকেরা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভাটা চালিয়ে আসছেন। আইন না মেনে ইট পোড়ানোর দায়ে জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় ৯টি ইটভাটার মালিককে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত