হোম > সারা দেশ > রাজশাহী

ভরা সভামঞ্চে সাবেক এমপির মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের স্থানীয় এক সভায় ভরা মঞ্চে সাবেক সংসদ সদস্য (এমপি) আকরাম হোসেনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

আজ সোমবার বিকেলে সেই ভিডিওর একটি ক্লিপ আসে আজকের পত্রিকার হাতে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ভিডিওতে দেখা যায়, বর্ধিত সভায় মঞ্চে বক্তব্য দিচ্ছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য মঞ্চে বসে থাকা সাবেক সংসদ সদস্য আকরাম চৌধুরীর দিকে মাইক্রোফোন ছুড়ে দিয়ে বলেন, ‘নৌকার জন্য যখন আপনার এত ভালোবাসা তাহলে মাইক্রোফোন নিয়ে একটু বলেন, ২০১৮ সালে নির্বাচনের সময় কোথাও কারও জন্য ভোট চেয়েছেন কি না বা তার কোনো প্রমাণ কি দেখাতে পারবেন।’ 

তখন আকরাম চৌধুরী মাইক্রোফোন নিয়ে বলেন, ‘ওই সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকায় আইনগত জটিলতায় ভোট চাইতে পারিনি।’ তখনই অকস্মাৎ তাঁর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন ছলিম তরফদার। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা জোরে আওয়াজ দিয়ে ওঠেন। 

এ বিষয়ে জানতে চাইলে আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘ওই দিন আমাকে লাঞ্ছিত করা হয়েছে। বক্তব্যের একপর্যায়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলে মন্ত্রী, সচিবসহ বিভিন্ন দপ্তর সহযোগিতা করে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ছলিম উদ্দিন তরফদার এমপি মাইক্রোফোন কেড়ে নেন। তাঁকে আমি বোঝাতেই পারিনি এ বক্তব্যের শেষ পয়েন্টটা আসলে কী ছিল।’ 

এ ঘটনা নিয়ে আজ সন্ধ্যায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার বলেন, ‘সেদিনের ঘটনা বড় কিছু নিয়ে নয়। অতীতের জমে থাকা ক্ষোভ থেকেই এমনটা হয়েছে।’ তিনি বলেন, ‘আমি এখন একটি সভামঞ্চে আছি। এখানে আকরাম হোসেন চৌধুরীও আছেন।’ 

বিষয়টি নিয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সেদিনের অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। সাবেক ও বর্তমান এমপির মাঝে এলাকার উন্নয়ন নিয়ে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে ওটা নিরসন হয়েছে।’ 

উল্লেখ্য, আকরাম হোসেন চৌধুরী ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। সেই সময় তিনি নির্বাচিতও হয়েছিলেন। প্রায় তিন বছর দলের বাইরে থাকার পর ২০১৬ সালের দিকে আবারও তাঁকে দলের দায়িত্বে নেওয়া হয়।

অন্যান্য খবর পড়ুন:

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন