প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে আইনশৃঙ্খলার উন্নতির জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে পৌরসভা এগিয়ে এসেছে। জেলা পুলিশের উদ্যোগকে প্রসারিত করতে পুলিশ সুপার হাসিবুল আলমের কাছে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ৫ লাখ টাকা হস্তান্তর করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে পৌরসভার নিজস্ব তহবিল থেক এই অর্থ প্রদান করা হয়। এ সময় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শরাবত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ উপস্থিত ছিলেন।