Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১
পুলিশের হাতে গ্রেপ্তার আজাহার আলী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে করা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে পুলিশ তাঁকে জেলহাজতে পাঠিয়েছে।

এর রাগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আজাহার আলী (৪৫)। তিনি একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আব্দুর রহমানের ভাই মাহাবুর বলেন, ‘দীর্ঘদিন ধরে আজাহার ও তার সহযোগীরা আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই পূর্ববিরোধের জেরে তারা আবার টাকা দাবি করে। ভাই রাজি না হওয়ায় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার পর গতকাল দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেছেন।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ