হোম > সারা দেশ > রাজশাহী

কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় বাজার এলাকার মৃত ছানাউল্লা প্রামাণিকের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বুধবার ভোরে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজের অদূরে কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে স্থানীয়রা মোটরসাইকেলসহ একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিষয়টি কালাই থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন হয়।

নিহতের বোন সুমনা আক্তার জানান, সাত বোন ও এক ভাইের মধ্যে শাহিনুর ছিলেন ছোট। এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর-আপলা গ্রামের জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। শ্বশুরবাড়ি থেকে আজ ভোরে নিজের বাড়িতে ফেরার সময় পথে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিবার এখনো জানতে পারেনি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার