হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ধান খেত থেকে হত্যার কাছে ব্যবহার করা একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট খাদিজা বেগম নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটে। এতে থানায় হাসান আলীসহ সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন খাদিজার ভাই আব্দুল মজিদ।  মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করে পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ তাঁর পরিবারের সব সদস্য পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের কাছে স্ত্রীকে খুন করার বিষয় স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসান আলী।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত