হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ধান খেত থেকে হত্যার কাছে ব্যবহার করা একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট খাদিজা বেগম নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটে। এতে থানায় হাসান আলীসহ সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন খাদিজার ভাই আব্দুল মজিদ।  মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করে পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ তাঁর পরিবারের সব সদস্য পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের কাছে স্ত্রীকে খুন করার বিষয় স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসান আলী।

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

সেকশন