Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিল তুলতে পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা এই বকেয়া করে রেখেছেন। 

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের উপজেলা তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় তাদের প্রায় ৬১ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত বছর গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এই বকেয়া বিল তুলতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়েছে। 

এতে জানানো হচ্ছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিষয়টি দুঃখজনক। এ জন্য বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা