Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাংস কিনতে যাওয়া হলো না কৃষক আসলামের

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

মাংস কিনতে যাওয়া হলো না কৃষক আসলামের
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের রূপনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আসলাম সরদার (৫৫)। তিনি পৌরসভার শান্তা মহল্লার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে বগুড়া থেকে আক্কেলপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শহরের মধ্য দিয়ে ঢুকছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের মোইন রোডের রূপনগর মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ‘বাবা মেডিসিন হাউস’ দোকানের মালামাল আনলোড করছিল। এ সময় শান্তা মহল্লা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চার-পাঁচজন যাত্রী নিয়ে আক্কেলপুর বাজারে আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তখন ভ্যানে থাকা তিন যাত্রী ছিটকে সড়কের ওপরে পড়ে যায়।

এ সময় আক্কেলপুর থেকে বগুড়াগামী জনকল্যাণ নামক একটি বাস দ্রুতগতিতে বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে সড়কের ওপরে পড়ে থাকা কৃষক আসলাম সরদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসে।

নিহতের ভাই রমজান আলী সরদার বলেন, ‘সকালে আমার বড় ভাই বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। পথে বাসচাপায় মারা গেছেন। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।’

পৌর সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাস্টার মিন্টু শেখ বলেন, এ ঘটনার পরে বগুড়া থেকে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস প্রবেশ করছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের সব বাস চলাচল করছে।

জয়পুরহাট জেলা বাস মিনিবাস গ্রুপের সহসভাপতি পতন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে শহরে মধ্য দিয়ে বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সোনামুখী থেকে বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের লোকজন স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তুতি চলছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে জিম্মি, হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

ধর্ষণচেষ্টার বিচার হলো গ্রাম্য সালিসে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার