হোম > সারা দেশ > পাবনা

মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ার বাসিন্দা মোছা. মাজেদা বেগমের বয়স ৭৪ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৪৬। সে হিসাবে ছেলে মাজেদ আলীর চেয়েও তাঁর বয়স আট বছর কমে গেছে।

মাজেদা বেগমের বাড়ি উপজেলার পাটুলীপাড়া গ্রামে। তিনি বলেন, তাঁর জন্ম ১৯৪৯ সালে। কিন্তু এনআইডিতে তাঁর জন্ম দেখানো হয়েছে ১৯৭৭ সালে। তাঁর ছেলে মাজেদ আলীর জন্ম ১৯৬৯ সালে। তাতে ছেলের চেয়ে তাঁর বয়স আট বছর কম। এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বামীর পেনশনের টাকা পেতে সমস্যা হচ্ছে।

মাজেদা বেগম বলেন, তাঁর স্বামী মছলেমুদ্দীন প্রামাণিক রেলওয়েতে চাকরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তাঁর পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতা পাওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

বৃদ্ধার ছেলে মাজেদ আলী বলেন, এনআইডি কার্ডে তাঁর বয়স মায়ের চেয়ে আট বছর বেশি এসেছে। এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। এ নিয়ে অনেকেই হাসাহাসি করে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁদের এনআইডি কার্ড সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলেছেন।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে