হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের অধিকার নিয়ে আ.লীগ রাজনীতি করে: শাহরিয়ার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, রাস্তাঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

আজ রোববার রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০২৩ সালের মধ্যে বাঘা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করা হবে।’ 

ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়া ও মানসিকতায় স্মার্ট হতে হবে।’ শিক্ষকদের তিনি বলেন, ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটারগুলো ব্যবহার না করার ফলে যেন মাকড়সার জালে পরিণত না হয়।’ 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী মোল্লাহ্‌র পরিচালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এ সময় বক্তব্য দেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ হাসান, শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের