নাটোরের সিংড়ায় অ্যাম্বুলেন্স, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রনি আহমেদ (২৭) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন হাইটেক পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী আহত হন।
নিহত রনি আহমেদ মোটরসাইকেল চালক ছিলেন। তিনি সিংড়া উপজেলার নিংগইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ পরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অপরদিকে, নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।