হোম > সারা দেশ > রাজশাহী

ঋণের চাপে জর্জরিত চাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ মিলল আমগাছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশের আমগাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি দেখতে পায় পরিবার। 

ওই চাল ব্যবসায়ী হলেন মন্টু আলী (৪৪)। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোপাপাড়া-মহনপুর গ্রামের মনির হোসেনের ছেলে। 

এ বিষয়ে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ী মন্টু ব্যক্তিগত ধারদেনা ও এনজিওর ঋণের সুদের কারণে অনেক কষ্টে দিনাতিপাত করছিল। তার পরিবারে দুই ছেলে স্কুল-কলেজে লেখাপড়া করে। এসব চাপের কারণে কিছুদিন আগে সে একবার স্ট্রোক করেছিল। এই চাপের কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।’ 

মন্টু আলীর ছেলে সজীব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা বিভিন্ন এনজিও ও স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাতাল মিলে চালের ব্যবসা শুরু করেন। গত কয়েক বছর ব্যবসায় লোকসান করেছেন। এ কারণে তিনি চরম হতাশায় ছিলেন। আজ (বুধবার) ভোরে বাড়ির পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছেন।’ 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক আলামত ও সুরতহাল দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘অভাবগ্রস্ত হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জেনেছি। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত