নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে সরিষার মাঠে যাওয়ার সময় ট্রলি উল্টে মোজাম্মেল হক (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাপাহার থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য খেতে যাচ্ছিলেন মোজাম্মেল। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।