হোম > সারা দেশ > নাটোর

সংস্কারের পর আবারও ভেঙে গেল সেই ইউড্রেন 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার দেবনগর গ্রামে এলজিএসপি প্রকল্পের সেই ইউড্রেন সংস্কারের পর আবারও ভেঙে গেছে। সংস্কারের এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় আবারও একই অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। 

জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজ লাইসেন্সের নামে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিজেই কাজটি করেছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওই ইউড্রেনটি নির্মাণ করা হয়। কিন্তু সেটি পাঁচ মাস না যেতেই ২০২২ সালের মার্চ মাসের প্রথম দিকে ওপরের অংশ ভেঙে যায়। যেকোনো সময় পুরো ইউড্রেন ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই ইউড্রেনের ভাঙা অংশে দায়সারাভাবে ঢালাই দেওয়া হয়। এর এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় একই অংশ আবারও ভেঙে গেছে। শুধু ভাঙা অংশ বারবার ঠিক করলেও থাকবে না। এর স্থায়ী সমাধানের জন্য পুরো স্লাবটি আবার নতুনভাবে ঢালাই করে দেওয়ার দাবি জানান তাঁরা। 

দেবনগর এলাকার স্থানীয় শিক্ষক মিজানুর রহমান বলেন, ইউড্রেনটি ভেঙে পড়লে প্রায় সাতটি গ্রামের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত মেরামত করা প্রয়োজন। 

জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, প্রায় ১৫ দিন আগে ওই ইউড্রেন মেরামত করে দেওয়া হয়েছে। ভাঙার কথা না। যদি ভেঙে থাকে তাহলে আবার মেরামত করে দেওয়া হবে। 

জামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘যিনি কাজটি করেছেন, তিনিই মেরামত করবেন। এর কোনো দায়ভার আমার নেই।’ 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দৈনিক আজকের পত্রিকায় ‘নির্মাণের পাঁচ মাসেই ভাঙল ইউড্রেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কয়েক দিন পরেই ইউড্রেন সংস্কার করা হয়। 

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত