Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সংস্কারের পর আবারও ভেঙে গেল সেই ইউড্রেন 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সংস্কারের পর আবারও ভেঙে গেল সেই ইউড্রেন 

নাটোরের বাগাতিপাড়ার দেবনগর গ্রামে এলজিএসপি প্রকল্পের সেই ইউড্রেন সংস্কারের পর আবারও ভেঙে গেছে। সংস্কারের এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় আবারও একই অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। 

জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজ লাইসেন্সের নামে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিজেই কাজটি করেছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওই ইউড্রেনটি নির্মাণ করা হয়। কিন্তু সেটি পাঁচ মাস না যেতেই ২০২২ সালের মার্চ মাসের প্রথম দিকে ওপরের অংশ ভেঙে যায়। যেকোনো সময় পুরো ইউড্রেন ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই ইউড্রেনের ভাঙা অংশে দায়সারাভাবে ঢালাই দেওয়া হয়। এর এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় একই অংশ আবারও ভেঙে গেছে। শুধু ভাঙা অংশ বারবার ঠিক করলেও থাকবে না। এর স্থায়ী সমাধানের জন্য পুরো স্লাবটি আবার নতুনভাবে ঢালাই করে দেওয়ার দাবি জানান তাঁরা। 

দেবনগর এলাকার স্থানীয় শিক্ষক মিজানুর রহমান বলেন, ইউড্রেনটি ভেঙে পড়লে প্রায় সাতটি গ্রামের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত মেরামত করা প্রয়োজন। 

জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, প্রায় ১৫ দিন আগে ওই ইউড্রেন মেরামত করে দেওয়া হয়েছে। ভাঙার কথা না। যদি ভেঙে থাকে তাহলে আবার মেরামত করে দেওয়া হবে। 

জামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘যিনি কাজটি করেছেন, তিনিই মেরামত করবেন। এর কোনো দায়ভার আমার নেই।’ 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দৈনিক আজকের পত্রিকায় ‘নির্মাণের পাঁচ মাসেই ভাঙল ইউড্রেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কয়েক দিন পরেই ইউড্রেন সংস্কার করা হয়। 

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ