Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জমি দখল ও হত্যাচেষ্টা মামলায় এএসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জমি দখল ও হত্যাচেষ্টা মামলায় এএসআই কারাগারে

রাজশাহীতে জমি দখল ও হত্যাচেষ্টার মামলায় আশরাফুল ইসলাম নামের পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মাহবুব আলম এ আদেশ দেন।

আশরাফুল ইসলাম বগুড়ায় কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালত এ মামলার আরেক আসামি আশরাফুলের সহযোগী শরিফুল ইসলামকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম এ মামলার বাদী। আজ রোববার মামলার ধার্য তারিখ ছিল। এ দিন আদালত তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করেছেন। এরপর আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ জুন বিকেলে রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের পূর্ব সিংগা গ্রামের মৃত আবু হানিফের স্ত্রী রাবেয়া বেগমের জমি দখল করতে যান এএসআই আশরাফুলসহ তাঁর ভাড়াটে বাহিনী। রাবেয়া বেগম সম্পর্কে আশরাফুলের আপন খালা। এ ঘটনায় রাবেয়ার ছেলে বকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

কাজ নেই, মজুরি ষোলো আনা

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে