হোম > সারা দেশ > রাজশাহী

সৈয়দপুর বিমানবন্দরের অর্ধকোটি টাকার গাছ ৬ লাখে বিক্রি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ১৫২টি মেহগনি গাছ মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অথচ ওই সব গাছের বর্তমান বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। 

অভিযোগ উঠেছে, নিলাম দরপত্রের নামে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধকোটি টাকার গাছ। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে নিলামে ১৫২টি জীবন্ত গাছ ৬ লাখ টাকায় বিক্রি করা হয়। তবে কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, পানির দামে গাছগুলো বিক্রি করা হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী স্বপন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর চত্বরের গাছগুলো মেহগনি গাছ। এ গাছগুলো অত্যন্ত মূল্যবান। গাছগুলো প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী। ফলে গাছগুলো পুরোপুরি পুষ্ট হয়েছে। আর মেহগনি কাঠের চাহিদা সবচেয়ে বেশি। সহসাই এমন পরিপক্ব গাছ মিলে না। গাছগুলো অনায়াসেই ৫০ থেকে ৬০ লাখ টাকায় বিক্রি হতো।’ 

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে সব নিয়ম মেনে জীবন্ত গাছগুলো কাটা হয়েছে। নিলাম দরপত্র আহ্বানের মাধ্যমেই ১৫২টি গাছ সর্বোচ্চ দরদাতার কাছে ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে