চৌহালী (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের চৌহালীতে মায়ের সঙ্গে অভিমান করে হাফিজুর রহমান (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করে। আজ সোমবার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পয়লা গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজুর উমারপুর ইউনিয়নের কৃষক আখের আলীর ছেলে এবং পয়লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণ করে হাফিজুর। এ সময় হাফিজের মা বিষয়টি দেখতে পেয়ে তাকে বকাঝকা করে। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে পাটের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় হাফিজুর।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। এ বিষয়ে নিহতের বাবা-মা থানায় কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।