হোম > সারা দেশ > রাজশাহী

নিজের হাঁসুয়ার কোপে প্রাণ গেল যুবকের

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে নিজের হাঁসুয়ার কোপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমজাদ উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের ইসমাইল হোসেন ছেলে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আমজাদের ভাই আসলাম উদ্দিন বলেন, আমজাদ ছাগলের জন্য বাড়ির পাশে একটি বাগানে পাতা কাটতে যায়। পাতা কাটতে তিনি মগডালে ওঠেন। ডালে হাসুয়া দিয়ে কোপ দিলে এসে লাগে পায়ে। এতে গভীরভাবে মাংস কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ দেখে আতঙ্কেই তিনি গাছ থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রক্তক্ষরণে আমজাদের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘শুনেছি ওই যুবক গাছে উঠে পাতা কাটতে গিয়ে নিজের হাঁসুয়ার কোপ পায়ে লাগে। এতে বেশি রক্তক্ষরণ হলে তিনি গাছ থেকে পড়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওখানে মারা যাওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা