হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ‘তাওহীদি জনতা’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়।

এর আগে দুপুরে তাওহীদি জনতা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হন। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় তাঁরা গতকাল রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তাঁরা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এরপর মিছিল নিয়ে তাঁরা স্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। পরে সবাই চলে যান।

তবে এদিন প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও উপস্থিত ছিল।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে