হোম > সারা দেশ > রাজশাহী

জাবির হল থেকে বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

জাবির হল থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামানকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে আত্মগোপন করে ছিলেন নুরুজ্জামান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নেন। রাতেই তাঁকে বগুড়ার শাজাহানপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার নুরুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের মাঝিড়াপাড়ার মৃত খাজা মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশুলিয়া থানা-পুলিশ নুরুজ্জামানকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নুরু নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সহিংসতাসহ ১৩টি মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিপক্ষের হামলায় পা বিচ্ছিন্ন হওয়ায় এলাকায় ‘ঠাং কাটা নুরু’ হিসেবে পরিচিতি পান গ্রেপ্তার নুরুজ্জামান। তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে হাটবাজার ইজারা শিডিউল চুরি, দলীয় প্রভাব খাটিয়ে থানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার সহযোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, থানায় হামলা, অস্ত্রসহ ১৩টি মামলা চলমান রয়েছে। বেশির ভাগ মামলাই আদালতে বিচারাধীন।

বিএসএফকে সাইজ করার জন্য আমিই এনাফ, আপনাদের দরকার নেই: বিজিবি অধিনায়ক

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

প্রভাষকের বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ

রাজশাহীর আদালতে ‘আয়নাবাজি’, ভাড়ায় সেতাউরের সাজা খাটছেন মিঠুন

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে হামলা, খেলোয়াড়সহ সাবেক ৩ শিক্ষার্থী আহত

মাঝপথে দুই পিডির দরপত্র স্থগিত ২০০ ঠিকাদারের ক্ষতি ২ কোটি

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

যুবদল নেতার বাড়িতে গুলির আগে পুলিশের সঙ্গে দুর্বৃত্তরা, নেতা-কর্মীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স

সেকশন