হোম > সারা দেশ > রাজশাহী

নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধিক সোঁতি বাঁধ স্থাপন করেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে মাছ শিকার করত। সেগুলো অপসারণ করা জরুরি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এ সময় স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন