হোম > সারা দেশ > পাবনা

নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধিক সোঁতি বাঁধ স্থাপন করেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে মাছ শিকার করত। সেগুলো অপসারণ করা জরুরি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এ সময় স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত