Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

গোপালপুর ইউপি চেয়ার আবু বক্কর সিদ্দিক বলেন, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে শান্ত ইসলামও অংশগ্রহণ করে। সে বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জনতা চাপা দেওয়া ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত শিশুর বাবা আসমত আলীর বলেন, ‘প্রায় এক মাস এই রাস্তা দিয়ে মাটিবাহী গাড়ি চলাচল করছে। ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ। বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বহন। আজ আমার ছেলে জীবন কেড়ে নিল। আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, ‘পুলিশ আসে বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকে। হঠাৎ আবার শুরু হয়ে যায়।’ একই শর্তে আরেক ব্যক্তি বলেন, ‘এই সমস্ত পুকুর খননের সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরা জড়িত। যার কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের