নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রানবীর জাহান (২৮)। রাজশাহীর পবা উপজেলার সবসার গ্রামে তার বাড়ি।
র্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন রানবীর জাহান।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করা হয়েছে।