বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ক্লাবে ঢুকে দুই কিশোরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে শহরের মালগ্রাম এলাকায় মেঘদূত নামের একটি ক্লাবে এই ঘটনা ঘটে।
আহত দুই কিশোর মালগ্রামের মৃত মিলনের ছেলে মিজানুর রহমান (১৭) ও খান্দার এলাকার সামিউল তাসাহাবের ছেলে মেসকাতুল তাসরিফ (১৬)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
আহত দুই কিশোরের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর মেঘদূত ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেল নিয়ে মদ্যপ অবস্থায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ক্লাবে ঢুকেই তাদের ওপর হামলা চালায়। পরে তারা দ্রুত চলে যায়। এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বলছিল। তবে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তদের কাউকে চেনা সম্ভব হয়নি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, শহরের খান্দার এলাকায় দুই কিশোরকে কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।