Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশের বাধা উপেক্ষা করে রাজশাহীর পথে যুবদল 

বগুড়া প্রতিনিধি

পুলিশের বাধা উপেক্ষা করে রাজশাহীর পথে যুবদল 

পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার চারমাথা এলাকা থেকে মোটরসাইকেলের বহরটি নওগাঁ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, যুবদলের মোটরসাইকেলর বহর আটকানোর জন্য বগুড়া-নওগাঁ মহাসড়কে চারমাথা বাস টার্মিনাল এলাকায় এবং গোদারপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে বসানো হয়েছিল। তারা (যুবদল) বিকল্প পথে চারমাথা বাসটার্মিনাল এলাকা পার হলেও গোদারপাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু বিপুলসংখ্যক নেতা-কর্মী পুলিশের বাধা উপেক্ষা করেই রাজশাহীর পথে রওনা দেন। 

বেলা ১২ দিকে আহসান হাবিব মোবাইল ফোনে জানান, পথে কাহালু এবং দুপচাঁচিয়া উপজেলা অতিক্রম করার সময়েও পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছেন। 

এদিকে সরেজমিনে দেখা গেছে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া শহরতলির গোদারপাড়া বাজার পার হয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন। যুবদলের মোটরসাইকেল বহর চলে যাওয়ার পর সেখানে একটি যাত্রীবিহীন বাস আড়াআড়ি করে দিয়ে মহাসড়কের অর্ধেক অংশ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বসানো চেক পোস্টে পুলিশ মোটরসাইকেলের কাগজ চেক করছে। 

চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় গোয়েন্দা পুলিশের আরেকটি চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজ যাচাই-বাছাই করছেন। 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ  বলেন, কে কোথায় যাচ্ছে সেটা পুলিশ দেখছে না। পুলিশ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজ যাচাই করছে। যে সকল যানবাহনের কাগজ নেই তাদের মোটরযান আইনে মামলা দেওয়া হচ্ছে। 

ইসলামকে মুছে ফেলার নীলনকশা নস্যাৎ করে দেন জিয়াউর রহমান: শিবির সভাপতি

রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: আহত রিকশাচালকের মৃত্যু

সিরাজগঞ্জে প্রকল্প কর্মকর্তা-স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা

রাজশাহীতে জ্যেষ্ঠ চিকিৎসকেরাও আন্দোলনে, রোগীদের ভোগান্তি

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুই ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

রাজশাহীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি নাটোরে গ্রেপ্তার

রাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁসি