হোম > সারা দেশ > রাজশাহী

৮ বছর পর সান্তাহার হোটেল ষ্টার ও আবাসিকের দখল নিল মূল মালিক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরের ঐতিহ্যবাহী হোটেল ষ্টার ও হোটেল ষ্টার আবাসিকের মালিকানা দখল নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে ষ্টার পরিবারের সদস্যরা দুটি হোটেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

২০১৬ সালে ওসমান গণীর ছেলে এস এম জুয়েলেকে এলাকা ছাড়া করে আপ্রকাশি এনজিও এর পাওনাদার নারীরা হোটেল ষ্টার দখলে নেয়। পাশাপাশি বগুড়া জেলা সিএনজি ও অটোচার্জার মালিক সমিতির সভাপতি নুর ইসলাম হোটেল ষ্টার আবাসিক দখল করে নেয়।

এ বিষয়ে প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট ভাই এস এম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খুলে গ্রাহকের কাছে থেকে আমানত গ্রহণ করে। পরবর্তীতে সেই আমানতের পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায়। পাওনাদাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে দখলে নেয় এবং কিছু নারীরা যৌথভাবে হোটেলে ব্যবসা করতে থাকে।’

তিনি বলেন, একপর্যায়ে সান্তাহার শহরের সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম নামের এক ব্যক্তি তাঁদের ষ্টার আবাসিক হোটেল দখল করে নেয়। ২০১৮ সালের দিকে নওগাঁ শহরের এক ব্যবসায়ী ফিরোজ হোসেন চৌধুরী রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় জাল লাইসেন্স তৈরি করে হোটেল ষ্টার তাঁর দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তাদের কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট তাঁর বাবার নামের লাইসেন্স তাঁদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক তাঁরা কাজ শুরু করে হোটেল নিজেদের কাছে ফিরে পেয়েছেন। তিনি আশা করেন বর্তমান সরকার এবং এলাকার জনগণ এক্ষেত্রে তাঁদের সাহায্যে করবে।

বিষয়টি নিয়ে ফিরোজ হোসেন চৌধুরী ও নুর ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন