Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি 

ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
আটক যুবদল-ছাত্রদলের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রোববার রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় তাঁদের আটক করা হয় বলে জানান স্থানীয়রা।

আটক চার কর্মী হলেন উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ও যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে ও ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে ও যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে ও যুবদল কর্মী আলামিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বিদ্যুতের সেচপাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এ সময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেণ। এ সময় পুলিশ এসে ওই চোর চক্রের চার সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি জনগণের সম্পদ চুরি করে বা এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করে, তাঁর বিরুদ্ধে দল কোনো রকম দয়া করবে না। আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এতে আমাদের সহযোগিতা থাকবে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানা নিয়ে আসে। পরে তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজশাহীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব

বেড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর-আগুন

বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধা নিহত

বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

সিরাজগঞ্জে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

‘অ্যালকোহল পানে’ দুই যুবকের মৃত্যু

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন