Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৩) বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 

কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। তিনি জানান, ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।’ 

এজাহার থেকে জানা গেছে, ৮ মে সকালে শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীকে লুকোচুরি খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় কিশোর। এরপর বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে কিশোর। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। 

দেরিতে মামলা দায়েরের কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমি কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কয়েক দিন অপেক্ষা করেও তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

কাজ নেই, মজুরি ষোলো আনা

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে