হোম > সারা দেশ > নওগাঁ

বিধিনিষেধ শিথিলে প্রাণ ফিরেছে শহরে

প্রতিনিধি, নওগাঁ

বিধিনিষেধ শিথিল হওয়ায় নওগাঁ শহর ফিরেছে আগের রূপে। বড় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে খুচরা দোকানপাট, সবখানে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সড়কে সব ধরনের যানবাহন আর গণপরিবহনও চলতে শুরু করেছে। ফলে শহরের ভেতর কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে। 

গতকাল বুধবার বিধিনিষেধ শিথিলের প্রথম দিন নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শহরের বাটার মোড়, সরিষাহাটির মোড়, পাইকারি সবজি বাজার, গোস্ত হাটির মোড়, চুরিপট্টি, ব্রিজ মোড়, তাজের মোড় এলাকায় সড়কে ভিড় দেখা গেছে। 

বিভিন্ন শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে বেরিয়েছেন। তবে বেশির ভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। ভিড়ের মধ্যে অনেকের মুখে মাস্ক থাকলেও সেটি নির্দিষ্ট স্থান রাখতে দেখা যায়নি। 

ব্রিজ মোড় এলাকার শাপলা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হক বলেন, ‘বিধিনিষেধের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান বন্ধ রাখতে হয়েছে। বিধিনিষেধ শেষ হওয়ায় ক্রেতা উপস্থিত এবং বেচা-কেনাও বেশ ভালো হচ্ছে। 

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ বালুডাঙা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়ও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। 

আবির হোসেন নামের এক বাস শ্রমিক বলেন, ‘সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি ভালোই। দীর্ঘদিন বিধিনিষেধ চলায় আমাদের খুব কষ্টে দিন পার করতে হয়েছে। এখন বিধিনিষেধ শিথিল হওয়ায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে।’ 

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বলেন, সরকারিভাবে সড়কে অর্ধেক যানবাহন নামানোর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা সবাইকে মেনে চলতে বলা হয়েছে। এমনিতেই বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বুধবার যানবাহন কম বের হয়েছিল। আজ বৃহস্পতিবার সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। নির্দেশনার বাইরে অতিরিক্ত পরিবহন যাতে সড়কে চলতে না পারে সেগুলো কঠোর ভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি