হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি

মঙ্গলবার বিকেলে সীমান্তের শূন্য রেখায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তের খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ। গতকাল মঙ্গলবার ভোর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ।

পরবর্তীতে বিষয়টি নজরে আসলে মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। এ সময় বিএসএফের পক্ষ থেকে জানান হয়, তাঁরা কাঁটাতারের বেড়া তুলে নিবে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও আজ বুধবার পর্যন্ত তা তুলে নেয়নি বিএসএফ।

আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠান হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত। তবে, স্থানীয়দের মধ্যে আছেন আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে বিজিবির কমান্ডার শাহ জাহান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গতকাল মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্বউচনা সীমান্তের শূন্য রেখার ২০ গজের ভেতরে খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়েছিল বিএসএফ। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলেই বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে হয়। ওই বৈঠকে খুঁটি ও কাঁটাতারের বেড়া আজ বুধবারের মধ্যে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ। এ ব্যাপারে ইতিমধ্যে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

ঘোনাপাড়া সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা আজ বুধবার ২৮১ নম্বর মূল পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাবপিলারের কাছাকাছি গিয়েছিলেন। সেখানে খুঁটি ও কাঁটাতারের বেড়া এখনো পোঁতা আছে। তবে আজ বুধবার দিনের বেলায় বিএসএফ সদস্যদের আর নতুন করে কাজ করতে দেখা যায়নি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি প্রথমে স্থানীয়দের নজরে আসে। পরে তাঁরা বিজিবিকে জানান। বিজিবি সদস্যদের হস্তক্ষেপে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সীমান্তের শূন্য রেখায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিজিবির হাটখোলা বিওপির কমান্ডার শাহজাহান এবং বিএসএফের চকগোপাল ক্যাম্পের কোম্পানি কমান্ডার দীপক সিং উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার সকালে সীমান্তে যে খুঁটি ও কাঁটাতারের বেড়া দেওয়া হয়, তা আজ বুধবারের মধ্যে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু আজ বুধবার পর্যন্ত বিএসএফ তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার