রাজশাহী-নাটোর অঞ্চলে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর পাঠাতে গত সোমবার সন্ধ্যায় বাগাতিপাড়ার জামনগরসহ তিনটি স্থানে জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখা এ আয়োজন করে।
গণস্বাক্ষর কার্যক্রমে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় রাজশাহী-নাটোর অঞ্চলে টিউবওয়েল, গভীর ও অগভীর নলকূপে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সংকট নিরসনে পদ্মার সঙ্গে বড়াল নদের উৎসমুখ চারঘাটের স্লুইসগেট অপসারণ এবং বড়াল, নারদ, মুসাখাঁ ও চিকনাই নদ-নদীগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ও প্রবহমান অবস্থায় ফিরিয়ে আনতে সব বাঁধ অপসারণ করে খাল-বিল- পুকুরে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পথসভায় বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ আখচাষি ও চিনিকল সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন এবং নাটোর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। এ ছাড়া একই দিনে তমালতলা ও দয়ারামপুরেও একই কর্মসূচি পালিত হয়।