মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক আগামীকাল শনিবার এক দিনের সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন। এদিন তিনি হেলিকপ্টারে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাগমারা উপজেলায় পৌঁছবেন।
আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে মন্ত্রীর সফরসূচি জানানো হয়েছে। এতে বলা হয়, বেলা ১১টায় মন্ত্রী বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর তিনি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। পরে দুপুর ১২টায় ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।
এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। পরে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী হেলিকপ্টারে বাগমারা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। বিকেলেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।