হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

পাবনা প্রতিনিধি

নিহত আরাফাত। ছবি: সংগৃহীত

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তরুণ ওই এলাকার ওমর আলীর ছেলে আরাফাত হোসেন (১৮)। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে একা পেলে শহিদের অনুসারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় হাঁটুসহ তাঁর শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতে জখম করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আরাফাতকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এরপরই ইউপি সদস্য শহিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় ইউপি সদস্য ও তাঁর অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয় পুলিশ।

ওসি আরও জানান, অভিযুক্তরা পলাতক রয়েছেন। এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে