সিংড়া (নাটোর): সিংড়া উপজেলায় গাছ থেকে পড়ে জাবের আলী (৩৫) নামের এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চামারি ইউনিয়নের গুটিয়া মহিষমারী গ্রামের নওশের প্রামাণিকের ছেলে।
চামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুদু মিয়া নামের এক ব্যক্তির লিচু বাগান ইজারা নিয়েছিলেন জাবেদ আলী। লিচু সংগ্রহ করতে বেলা ১২টায় গাছে ওঠেন তিনি। অসাবধানতাবশত পা পিছলে গাছের ডাল থেকে মাটিতে পড়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।