হোম > সারা দেশ > নাটোর

ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন ছাত্র আহত হয়েছে। আরও কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়েছে অসুস্থ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)। পুলিশ বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধান করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আটকে রাখে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতায় সমস্যার সমাধান হয়। 

গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়।’ 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের