Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাসিক নির্বাচন: মেয়র পদের মনোনয়নপত্র নিলেন জাপার সাইফুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাসিক নির্বাচন: মেয়র পদের মনোনয়নপত্র নিলেন জাপার সাইফুল

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাপার নেতারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

তবে এ সময় জাপার প্রার্থী দলটির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে আগামী ২০ কিংবা ২১ তারিখে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এরপর প্রতীক বরাদ্দ হলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখন ইশতেহার প্রস্তুতের কাজ করছেন তাঁরা। 

রাসিক নির্বাচনে এবার জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। দ্বিতীয় মেয়র প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ