বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পাঠকনন্দিত আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা হয়। পরে একটি শোভাযাত্রা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি গনেশ দাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন এবং এর ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ ও বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু।