হোম > সারা দেশ > বগুড়া

আজকের পত্রিকার বর্ষপূর্তিতে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পাঠকনন্দিত আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা হয়। পরে একটি শোভাযাত্রা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি গনেশ দাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন এবং এর ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ ও বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ তোফাজ্জল হোসেন, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাফউদ্দৌলা ডিউক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক মাসুদুর রহমান রানা, প্রদীপ মহন্ত, ইলিয়াস হোসেন, জহুরুল ইসলাম, বিধান সিংহ, কালাম আজাদ, আবুল কালাম আজাদ, আবু সাঈদ, সঞ্জু রায় প্রমুখ।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার